সৌরজগত সম্পর্কে জানা অজানা তথ্য

 
সৌরজগত সম্পর্কে জানা অজানা তথ্য 




শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে সৌরজগত সম্পর্কে জানেন কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি সুর্য থেকে তাদের দুরত্বগ্রহ গুলোর বৈশিষ্ঠ বা তাদের উপগ্রহ গুলো সম্পর্কে সম্যক ধারণা আমদের অনেকেরই নেই, আমাদের আজকের এই আলোচনাটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন প্রথমেই আসি সৌরমন্ডলের কথায়, সৌরমন্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সুর্য, তাকে প্রদক্ষিন করে চলেছে আটটি গ্রহ এবং ১৬৬টি উপগ্রহ, গ্রহগুলো হল বুধ, শুক্র, পৃথিবী মংগল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সুর্য ও অন্যান্য গ্রহ গুলো সম্পর্কে এক এক করে জেনে নেব, সৌরমন্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সুর্য, সুর্যের ব্যাস ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার, পৃথিবী থেকে সুর্য প্রায়  ১৩ লক্ষ গুন বড়.  ৭৪ শতাংশ হাইড্রোজেন এবং ২৫ শতাংশ হিলিয়ামে গঠিত সুর্য আসলে একটি গ্যাসীয় অগ্নীপিন্ড, সুর্যের অপরিসীম মাধ্যাকর্ষন শক্তির জন্যই সৌরজগতের গ্রহ গুলো সুর্যকে প্রদক্ষিন করে। আমরা ঘন্টায় প্রায় ৮ লক্ষ ২৮ হাজার কিলোমিটার বেগে ঘুরে চলেছি, এবার আসুন বুধ গ্রহ সম্পর্কে জেনে নেয়া যাক, সৌরজগতে সুর্যের সবচেয়ে কাছের এবং ছোট্ট একটি গ্রহ হল বুধ, সুর্যকে একবার প্রদক্ষিন করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত, সুর্য থেকে বুধের দুরত্ব ৫৭ দশমিক ৯১ কিলিয়ন কিমি। বুধ গ্রহের নিজস্ব কোন উপগ্রহ নেই। বুধের ব্যাস প্রায় ৪ হাজার ৮ শ উনআশি কিমি। এই গ্রহে এটোমিক হাইড্রজেন ও এটোমিক অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে, বুধ সুর্যের সব চেয়ে কাছের গ্রহ হওয়া সত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা বেশ শীতল হতে পারে। দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা ৪৫০ ডিগ্রি সেঃ পর্যন্ত পোঔছায় কিন্তু রাতের বেলা তাপমাতারা -১৭৫ ডিগ্রি সেঃ এ নেমে আসে। উষ্ণতার এই তারতম্যের পরিমান প্রায় ৬০০ ডিগ্রি সেঃ এরও বেশি হয়। যা সৌরজগতের যে কোন গ্রহের তুলনায় বেশি। এই গ্রহটিকে টেলিস্কোপের সাহাজ্যে সপদশ শতাব্দিতে সর্বপ্রথম পর্যবেক্ষন করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিয়ট। বুধ গ্রহের মাধ্যাকরষন শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষন শক্তির মাত্র ৩৮ শতাংশ অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন ১০০ কেজি হয় তবে বুধে আপনার ওজন হবে ৩৮ কেজি, সৌরজগতে বুধের পরেই স্থান শুক্রের সুর্যের ২য় নীকটতম গ্রহ শুক্র। সুর্য থেকে ষুক্র গ্রহের দুরত্ব ১০৭ দশমিক ৫৭ মিলিয়ন কিমি সুর্যের চতুর্দিকে একবার ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৪ দিন প্রায়, কিন্তু আশ্চর্যের বিশয় সুর্যের চারিদিকে একবার ঘুরার তুলনায় নিজের অক্ষপথে একবার ঘুরতেই শুক্রের বেশি সময় লাগে।। যা কিনা প্রায় ২৪৩ দিন। বুধের তুলনায় সুর্য থেকে দূরে থাকা সত্ত্বেও শুক্র বুধের থেকে উষ্ণ। এর উষ্ণতা ৪৬২ ডিগ্রি সেঃ এর উল্লেখ্য যোগ্য কারন হল শুক্রে বায়ুমন্ডলে কার্বন্ডাইওক্সাইডের মাতারাধিক্যতয়া যা প্রায় ৯৬ দসমিক ৫ শতাংশ। এর ফলে তীব্র গ্রীন হাউজ ইফেক্ট ঘটে এবং বায়ুমন্ডলে তাপ আটকে থেকে যায়।। ১৬১০ সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম সুক্রকে টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করেন্‌ । শুক্রের কোন নিজস্ব উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস ১২১০৪ কি।মি, শুক্র গ্রহের বায়ুমন্ডলে অতিরিক্ত পরিমানে সালফিউরিক এসিড থাকার কারনে এই সালফিরিক এসিডের মেঘ তৈরি হয় যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে শুক্র গ্রহের উজ্জলতা এতই প্রখর যে, একে দিনের বেলাতেও আকাশে দেখা যায়। এবার আমরা জানব আমাদের পৃথিবী সংক্রান্ত বেশ কিছু তথ্য। সৌর মন্ডলের ৩য় নীকটবর্তী গ্রহ হল পৃথিবী।। সোউর জগতের একমাত্র গ্রহ হল পৃথিবি যার নাম কোন রোমান বা গ্রিক দেবতার নামে রাখা হয়নি, আজ থেকে প্রায় চার দসমিক চুয়ান্ন বিলিয়ন বছর আগে পৃথিবি সৃস্টি হয়েছিল, এবং এটিই একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে, সুর্য থেকে পৃথিবি ১৫ কোটি কিমি দূরে অবস্থিত সুর্যকে একবার  প্রদক্ষিন করতে পৃথিবির সময় লাগে ৩৬৫ দিন আর নিজের অক্ষ পথে একবার ঘুরে আসিতে সময় লাগে ২৪ ঘন্টা কিন্তু পৃথিবির আবর্তন গতি ক্রমশ কমছে যা প্রতি ১০০ বছরে ১৭ মিলি সেকেন্ড, এর প্রভাব পড়বে আমাদের দিন রাত্রির হিসাবের উপর, আর এই পরিবর্তন এতই ধির গতিতে হচ্ছে যে আজ থেকে প্রায় ১০০ মিলিয়ন বছর পর দিনের পরিমান ২৪ ঘন্টা থেকে বেড়ে ২৫ ঘন্টা হবে।। পৃথিবির চুম্বক ক্ষেত্র অত্যান্ত শক্তিশালী তার কারন অবশ্য পৃথিবির কেন্দ্রের নিকেল ও লোহা এই চুম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের কবল থেকে পৃথিবিকে রক্ষা করে, আমরা সকলেই জানি যে, পৃথিবির একমাত্র উপগ্রহ হল চাঁদ, পৃথিবির ব্যাস ১২৭৪২ কিমি। পৃথিবির বায়ুমন্ডলে ৭৮ শতাংশ নাইট্রোজেন, ২০ দশমিক ৯৫ শতাংশ অক্সিজেন শুন্য দশমিক শুন্য চার শতাংশ কার্বন ডাই অক্সাইড  এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে, পৃথিবির সর্বোচ্চ উষ্ণতা ৫৯ ডিগ্রি সেঃ এবং সররনিম্ন উষ্ণতা – ৮৯ ডিগ্রি সেঃ সৌরজগতের ৪র্থ গ্রহটি হল মঙ্গল, সুর্য থকে মংগলএর দুরত্ব ২২৭ দশমিক ৯ মিলিয়ন কি।মি। সুর্যকে একবার প্রদক্ষিন করতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন এবং নিজের অক্ষে একবার ঘুরে আসতে মংগল সময় নেয় ২৪ ঘন্টা ৩৭ মিনিট পৃথিবি ও মঙ্গলের পৃষ্ঠ দেশের ভর প্রায় সমান । মঙ্গলের ব্যাস ৬৭৭৯ন কিমি সৌরজগতের সবচেয়ে উচ্চতম পর্বত অলম্পাস মন্স মংগল গ্রহে অবস্থিত। এটা আসলে একটি আগ্নেয় পর্বত, মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে ফোবস, ও ডিমোস অসংখ্য গ্রহানুপুঞ্জের সাথে সংঘর্ষের কারনে প্রায় ৪ মিলিয়ন বছর আগে এই গ্রহটি তার ম্যাগ্নেটো স্ফেয়ার হারিয়েছে, এর ফলে সোলার উইন্ড এই গ্রহের আয়নোস্ফেয়ারে সরা সরি প্রভাব ফেলায় মংগল গ্রহের বায়মন্ডলটি অত্যন্ত পাতলা, মঙ্গলের বায়ুমন্ডলে ৯৬ শতাংশ কার্বন ডাই অক্সাইড ১ দশমিক ৯৩ শতাংশ আর্গন ১ দশমিক ৮৯ শতাংশ নাইট্রোজেন এবং অক্সিজেন ও জলের সামান্য অস্তিও রয়েছে, এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা ৩৫ ডিগ্রি সেঃ এবং সবর্নিম্ন উষ্ণতা – ১৪৩ ডিগ্রি সেঃ এই গ্রহের এত বেশি আয়রন অক্সাইড থাকে যে গ্রহটি দেখতে লাল রঙের হয়, সৌরজগতের ৫ম গ্রহটি বৃহস্পতি এটা আয়তনে সব চেয়ে বড়, সুর্য থেকে বৃহস্পতির দুরত্ব ৭৬৬ দশনিক ৯৫ মিলিয়ন কিমি। এই গ্রহের ব্যাস ১৩৯৮২০ কিমি সুর্যকে একবার প্রদক্ষিন করতে বৃহস্পতির সময় লাগে প্রায় ১২ বছর এবং নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ৯ ঘন্টা ৫৬ মিনিট, এটা যে কোন গ্রহের তুলনায় অনেকটাই দ্রুত এর মাধ্যাকর্ষন শক্তি পৃথিবীর প্রায় আড়াই গুন। বৃহস্পতির ৭৯ মোট উপগ্রহ আছে, ৫২৬২ কিমি ব্যাস যুক্ত গ্যানিমিড উপগ্রহটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ যা বৃহস্পতির দখলে। সৌর জগতের ৬ষ্ঠ গ্রহ হল শনি আর এটা সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ। এর ব্যাস ১২০৫৩৬ কিমি, সুর্য থেকে শনির দুরত্ব ১ দশমিক ৪৯ বিলিয়ন কিমি। সুর্যকে একবার প্রদক্ষিনে শনির সময় লাগে ২৯ বছর। এবং নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ১০ ঘন্টা ৪২ মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -১৭৮ ডিগ্রি সেঃ শনির মোট ৮২টি উপগ্রহ আছে, এই গ্রহের চারদিকে বিশাল, সুন্দর এবং বিস্তৃত বলয় গ্রহটিকে ঘিরে রেখেছে।  সৌরজগতের ৭ম গ্রহ হল ইউরেনাস, সুর্য থেকে এর দুরত্ব ২ দশমিক ৯৫ বিলিয়ন কিমি এই গ্রহের ব্যাস ৫০৭২৪ কিমি সুর্যকে একবার প্রদক্ষিন করতে সময় লাগে ৮৪ বছর আর নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ১৭ ঘন্টা ২৪ মিনিট এই গ্রহের গড় উষ্ণতা – ২০১ ডিগ্রি সেঃ হওয়ায় এটা সৌরজগতের সবচেয়ে শিতলতম গ্রহ। ইউরেনাসের মোট ২৭ টি উপগ্রহ আছে।  সৌরজগতের ৮ম গ্রহটি হল নেপচুন সুর্য থেকে এর দুরত্ব ৪ দশমিক ৪৭ বিলিয়ন কিমি নেপচুনের ব্যাস ৪৯২৪৪ কিমি এই গ্রহটি ১৬৫ বছরে একবার সুর্যকে প্রদক্ষিন করে আর নিজ অক্ষ পথে একবার ঘুরে আসে ১৬ ঘন্টা ৬ মিনিটে, নেপচুনের গড় উষ্ণতা -২০০ ডিগ্রি সেঃ নেপচুনের মোট উপগ্রহএর সংখ্যা ১৪টি ।। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা । আলোচনাটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানান্‌ আর আলোচনাটি ভাল লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, আসসালামু আলাইকুম।

এবারে একটি ভিডিও দেখে নেয়া যেতে পারে... 

Post a Comment

1 Comments

Thanks for being with us