বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বাংলা ব্যাকরণের একটি গুরুত্ব পুর্ণ বিষয় হল এর আলোচ্য বিষয়। আমদের দেশের বেশির ভাগ ব্যাকরণ বইয়েই এই বিষয়ে কোন না কোন পরিচ্ছেদ সংযুক্ত হয়েছে।। এটি এমন একটি অধ্যায় বা বিষয় এখান থেকে প্রায় প্রত্যেক পরীক্ষা-তেই প্রশ্ন আসে। তা একাডেমিক বা প্রতিযোগিতামুলক যে কোন পরীক্ষা হোক না কেন। এই বিষয়ে ভাল করতে হলে যে যে গুরুত্বপুর্ণ বিষয় গুল জানা থাকা বাঞ্চনীয় তা হল--
** ব্যকরণ শব্দের ব্যুৎপত্তি গত অর্থ - বিশেষভাবে বিশ্লেষন।
** প্রত্যেক ভাষার মৌলিক অংশ - চারটি।
** প্রত্যেক ভাষার ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় - চারটি।
** ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি আলোচিত হয় - ধ্বনি তত্ত্বে।
** শব্দের ক্ষুদ্রতম একককে বলে - রুপ।
** এক বা একাধিক অর্থবোধক ধ্বনি সম্মিলনে তৈরি হয় - শব্দ।
** রূপতত্ত্বের আলোচ্য বিষয় - শব্দ, পুরুষ, প্রত্যয়, উপসর্গ, কারক ও বিভক্তি, সমাস, লিঙ্গ, বচন, ইত্যাদি।
** বিভক্তিহীন নাম শব্দকে বলে - প্রাতিপাদিক।
** অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা রয়েছে - উপসর্গের।
** বাক্যতত্ত্বের অপর নাম - পদক্রম।
** বাগধারা, সমার্থক শব্দ, বীপরিত শব্দ ইত্যাদি আলোচনা হয় - অর্থতত্ত্বে।
** পদ প্রকরণ - বাক্য তত্ত্বের অন্তর্গত।
1 Comments
ধন্যবাদ
ReplyDeleteThanks for being with us