বাংলা ব্যাকরণ ধ্বনি তত্ত্ব
বাংলা ব্যকরণের একটি গুরুত্বপুর্ণ অধ্যায় হল ধ্বনিতত্ত্ব। জেএসসি, এসএসসি থেকে শুরু করে যেকোন প্রকার প্রাতিষ্ঠানিক এবং প্রতিযগিতামুলক প্রায় সব পরীক্ষাতেই এই অধ্যায় থেকে কোন না কোন প্রশ্ন থাকেই। তাই এই অধ্যায়টির উপর মোটামুটি একটা ধারনা থাকা সকল শিক্ষার্থীর জন্য অতীব জরুরী। ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে যে যে বিষয় গুলো জানা অত্যন্ত দরকার তা এখানে নোট আকারে আলোচনা করা হল...
** বাংলায় মৌলিক স্বরধ্বনি- ৭টি।👊👧
** বাংলা বর্ণ মালায় মোট বর্ণ- ৫০টি
** বাংলা বর্ণমালায় মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পুর্ণমাত্রার বর্ণ সংখ্যা- ১০টি, ৮টি এবং ৩২টি।
** "ক" হতে "ম" পর্যন্ত বর্ণ গুলোকে বলা হয়- স্পর্শ বর্ণ/ স্পৃষ্ট বর্ণ/বর্গীয় বর্ণ।
** স্বরবর্নের সংক্ষিপ্ত রুপ- কার কিন্তু ব্যাঞ্জণ বর্ণের সংক্ষিপ্ত রুপ- ফলা।
** বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা- ২৫টি।
** প্রত্যেক বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি- মহাপ্রান। যেমনঃ খ ও ঘ ।
** ব্যঞ্জণধ্বনি বিচারের মানদন্ড- ২টি।
** উচ্চারণ স্থান- ৫টি।
** শব্দে অবস্থান ভেদে 'অ' দুই রকমে লিখিত হয়।
** ঙ, ঙ, ণ, ন, ম এগুলো- নাসিক্য ধ্বনি।
এবার ধ্বনিতত্ত্বের উপর একটি ক্লাস দেখে নেয়া যাক
0 Comments
Thanks for being with us