** ভাষার মুল উপাদান- ধ্বনি
** মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন- ভাষা
** বাগযন্ত্রের বোধগম্য ধ্বনি সমষ্ঠিকে বলে- কন্ঠধ্বনি
** বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায়- সাড়ে তিন হাজারের উপরে
** বর্তমান পৃথিবীতে বাংলা ভাষীর সংখ্যা- প্রায় ৩০ কোটি
** আঞ্চলিক ভাষার অপর নাম- উপভাষা
** বাংলা ভাষার রুপ- ২ টি
** সাধু ভাষা হল- সর্বজন স্বীকৃত লেখ্যরুপ
** সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য- সর্বনাম ও ক্রিয়া পদে।
এ ছাড়া অন্যন্য অনেক তথ্য মুল পাঠ্যবই থেকে আন্ডার লাইন করে রাখা যায়।। আরো ক্লিয়ার ধারনা পেতে নিচের ভিডিও ক্লাসটি দেখে নিলে ভাল হবে...
এবার নিজের প্রাথমিক জ্ঞান যাচাই করা যাক- কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করা হল...।
0 Comments
Thanks for being with us