বাংলা ব্যাকরণ (ভাষা ১.১)

সুপ্রিয় শিক্ষার্থী সুভেচ্ছা রইল। আমাদের অনলাইন লার্নিং প্লাটফর্মের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন বাংলা ব্যকরনের একটি গুরুত্ব পুর্ন টপিক ভাষা এই অধ্যায় নিয়ে। এই অধ্যায় থেকে যে সমস্ত কী-ওয়ার্ড জানা থাকা জরুরী তা হল--
** ভাষার মুল উপাদান- ধ্বনি
** মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন- ভাষা
** বাগযন্ত্রের বোধগম্য ধ্বনি সমষ্ঠিকে বলে- কন্ঠধ্বনি
** বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায়- সাড়ে তিন হাজারের উপরে
** বর্তমান পৃথিবীতে বাংলা ভাষীর সংখ্যা- প্রায় ৩০ কোটি
** আঞ্চলিক ভাষার অপর নাম- উপভাষা 
** বাংলা ভাষার রুপ- ২ টি
** সাধু ভাষা হল- সর্বজন স্বীকৃত লেখ্যরুপ
** সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য- সর্বনাম ও ক্রিয়া পদে।
এ ছাড়া অন্যন্য অনেক তথ্য মুল পাঠ্যবই থেকে আন্ডার লাইন করে রাখা যায়।। আরো ক্লিয়ার ধারনা পেতে নিচের ভিডিও ক্লাসটি দেখে নিলে ভাল হবে... 


এবার নিজের প্রাথমিক জ্ঞান যাচাই করা যাক-                         কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করা হল...।
 

Post a Comment

0 Comments