তবু আলো আসে।।
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই -বুকের বা পাশে।
আমার দুঃখ বাড়ে - যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে।
আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি,
তোমার লেখা যত চিঠি আসে।
জানলা খুলে রাখি - আসলে সবই ফাঁকি,
তোমার নামে তবু আলো আসে।
ময়দুল ইসলাম
তবু আলো আসে।।
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই -বুকের বা পাশে।
আমার দুঃখ বাড়ে - যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে।
আলতো গায়ে মাখি - যতনে তুলে রাখি,
তোমার লেখা যত চিঠি আসে।
জানলা খুলে রাখি - আসলে সবই ফাঁকি,
তোমার নামে তবু আলো আসে।
ময়দুল ইসলাম
0 Comments
Thanks for being with us