ECOSYSTEM – বাস্তুতন্ত্র What is Ecosystem- বাস্ততন্ত্র কি?
ECOSYSTEM – বাস্তুতন্ত্র এই অধ্যায় থেকে যে সব গুরুত্বপুর্ণ তথ্য মনে রাখতে হবে। তা নিম্নরুপ। মনে রাখতে হবে যে, বাস্তুতন্ত্র অধ্যায়ে ভাল করার জন্য এবং নৈর্ব্যক্তিক অংশের সঠিক উত্তর করার জন্য নিম্নের তথ্যগুলি অত্যন্ত জরুরী।
* ভূ-মন্ডলের পরিবেশকে ভাগ করা যায়- ৩ ভাগে।
* সবুজ উদ্ভিদ হল- উৎপাদক।
* পরিবেশের উপাদান সমুহের পারস্পারিক ক্রিয়ার মধ্যদিয়ে গড়ে উঠে –বাস্তুতন্ত্র।
* ছোট বাস্তুতন্ত্রের উদাহরণ –বাগান
* জলবায়ু, আবহাওয়া হল পরিবেশের- সজীব উপাদান।
* বাস্তুতন্ত্রের প্রধান উপাদান- ২টি।
* অজীব উপাদান- ২ ধরনের।
* বাস্তুতন্ত্রের জীব উপাদানকে ভাগ করা যায়- ৩ ভাগে।
* বাস্তুতন্ত্রের খাদক রয়েছে- ৩ ধরনের।
* প্রথম স্তরের খাদক- তৃণভোজী কিন্তু ২য় স্তরের খাদক- মাংশাসী।
* যারা একাধিক স্তরের খাবার খায় তারা- সর্বভূক।
* মৃত উদ্ভিদ ও প্রানীর উপর ক্রিয়া করে- বিয়োজক।
* প্রাকৃতিক পরিবেশের বাস্তুতন্ত্র রয়েছে- ২ ধরনের।
* বাংলাদেশের বনভুমিকে প্রধানত ভাগ করা যায়- ২টি অঞ্চলে।
* বাংলাদেশের একমাত্র ম্যনগ্রোভ বন- সুন্দরবন।
* সুন্দরবনের প্রথম স্তরের খাদক- গরু।
* সুন্দরবনের উৎপাদক- গোলপাতা।
* সর্বভূক প্রানী- শুকর।
* সুন্দরবনের উল্লেখ্যযোগ্য প্রানী- রয়েল বেংগল টাইগার।
* জলজ বাস্তুতন্ত্র প্রধানত- তিন ধরনের।
* পুকুরে ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষনিক উদ্ভিদকে বলা হয়- ফাইটোপ্লাংক্টন।
* পৃথিবীর সকল শক্তির উৎস - সুর্যের আলো।
* সবুজ উদ্ভিদ পৃথিবীতে আগত সৌর-শক্তি ব্যবহার করে শতকরা- ২ ভাগ।
* প্রাথমিক স্তরের খাদক খাদ্যের জন্য নির্ভরশীল- উৎপাদকের উপর।
* খাদ্য শৃংখলের সংযুক্তিকে বলা হয়- খাদ্যজাল।
* বাস্তুতন্ত্রের কোন জীব বাচতে পারে না- একক ভাবে।
* সালোক্সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তি রুপান্তরিত হয়- রাসায়নিক শক্তিতে।
* শক্তি রুপান্তরের শক্তি সময় প্রতিটি ধাপে- হ্রাস পায়।
* বাস্তুতন্ত্রের পুষ্টি দ্রব্য প্রবাহিত হয়- চক্রাকারে।
* শক্তি প্রবাহ মূলতঃ- একমুখী।
* পুষ্টি দ্রব্য পরিবেশে মুক্ত করে- বিয়োজক।
এবার ECOSYSTEM – বাস্তুতন্ত্র অধ্যায়ের উপর একটি পুর্নাংগ ক্লাস দেখে নেয়া যাক।।


0 Comments
Thanks for being with us