মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এ নাম আল্লাহর সুমহান আরশে লেখা,
এ নাম আদম (আঃ) এর প্রথম দেখা।
এ নাম সৃষ্টির মূল, অতুল অবনিতলে,
এ নাম শোভিত জান্নাতি হুরের গলে।
এ নাম সৃষ্টির পরম প্রিয় কাংখিত অতি,
এ নাম বিশ্ব সভার চির নন্দিত পতি।
এ নাম স্রষ্টার পরে সৃষ্টির পরম তপঃ,
এ নাম খোদ আরশ অধিপতির সতত জপঃ।
এ নাম বিশ্ব কাননে ফোটা অনিন্দ্য ফুল,
এ নাম বিশ্ব বিধাতার অতি প্রিয় রাসূল।
এ নাম গোটা মানবতার মূক্তির দূত,
এ নাম অতুল অনুপম চির পূতঃ।
এ নাম জাহানের আত্মা পুলকে হাসে,
এ নাম অন্যায় অসুন্দর কুফুরী নাশে।
এ নাম ঘুম জাগানিয়া পাখির সুরেলা গান,
এ নাম জুলমাত ভেদি মমতাময়ী তান।
এ নাম মুমিনের হৃদে খচিত অক্ষয় রত্ন,
এ নাম জীবনের দামে কেনা প্রেমিকের যত্ন।
এ নামের উচ্চতা দুশমন পীড়ার হেতু,
এ নাম বিশ্বমানবতার মেল বন্ধনের সেতু।
এ নামে অসভ্য, জারজ শান্তি নাশি নাখুশ।
এ নাম নাশে নিকশ কালো কদর্য এক ফানুস।
এ নাম শুভ্র সুন্দর - মহা প্রভূর পরম প্রমাস্পদ।
আল্লাহর হাবিব চির প্রশংসিত নবী মুহাম্মাদ
( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
লিখেছেনঃ শেখ মোঃ মুষাহিদ আলী



Post a Comment

0 Comments