Computer Network- type of Network- Introduction to Networking
![]() |
.সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ Computer Network নামক এই পাঠটি অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি পাঠ। শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্যই নয় বরং আধুনিক এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে Computer Network সম্পর্কিত ধারণা থাকা অত্যন্ত জরুরি অর্থাৎ Computer Network সম্পর্কে জানা আমাদের সকলের জন্য Most that means top most important. এই বিষয়ে পারদর্শিতার জন্য যা যা জানা জরুরী......
#নেটওয়ার্ক
কম্পিউটার নেটওয়ার্ক এমন একটি প্রক্রিয়া বা সিস্টেম যেখানে দুই বা তার অধিক কম্পিউটারকে এক সাথে জুড়ে দিলে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য বা উপাত্ত আদান-প্রদান করতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে একজন ব্যবহার কারী বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে পারে।
#অপটিক্যাল ফাইবার ( Optical fiber)
অপটিক্যাল ফাইবার এক ধরনের অত্যন্ত সরু কাঁচের তৈরি প্লাস্টিকের তন্তু। শব্দ বা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রুপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেয়া হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোক রশ্মি প্রেরণ করা হয় তা ইনফ্রারেড রশ্মি এবং আমাদের চোখে দৃষ্টিগ্রাহ্য নয়।
#রিসোর্স
ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সব সুযোগ সুবিধা দেয়া হয় তার সবই রিসোর্স। রিসোর্স ক্লায়েন্টকে সার্ভারের অনুমতিতে সেবা প্রদান করে।
#হাব
হাব হল নেটওয়ার্কের যন্ত্রপাতির মধ্যে একটি কানেকশন পয়েন্ট। এটি সিগন্যাল গ্রহন করার পর তা কোন রুপ পরিবর্তন ও পরিবর্ধন ছাড়া অন্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। এটি মুল্য সাশ্রয়ী।
#সুইচ
সুইচ একটি ICT যন্ত্র যা নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহার করা হয়। এটি সিগন্যাল গ্রহন করার পর অপেক্ষাকৃত কম সময়ে সরাসরি নির্দিষ্ট কম্পিউটারে পাঠিয়ে দেয়।
#রাউটার(Router)
Router শব্দটি এসেছে Route শব্দ থেকে। রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি, যা দুই বা তার বেশি একই প্রটোকলযুক্ত নেটওয়ার্ক এর মধ্যে ডেটা (data)আদান প্রদান করে।এটি নেটওয়ার্ক হাব এবং সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে অবস্থান করে। দুটির বেশি ভিন্ন নেটওয়ার্ক এর মাঝেও অবস্থান করতে পারে।
#টপোলজি
দুই বা ততোধিক কম্পিউটার এক সাথে নেটওয়ার্কিং করার ভিন্ন ভিন্ন পদ্ধতিকে টপোলজি বলে। বিভিন্ন ধরনের টপোলজি রয়েছে। যেমনঃ রিং, বাস, মেশ, স্টার, ট্রি ইত্যাদি।
#মডেম
ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার অন্যতম গুরুত্বপুর্ণ যন্ত্র হল মডেম। মডেমের দুটি অংশ রয়েছে মডুলেশন এবং ডিমডুলেশন। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য মডেম ব্যবহৃত হয়। মুলতঃ সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হল মডেমের কাজ।
#সাবমেরিন-ক্যাবল
অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেতিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেয়া হয়। এ ধরনের ফাইবারকে বলে সাবমেরিন ক্যাবল।
#স্যাটেলাইট
পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠানোর জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে। এটি মধ্যাকর্ষন শক্তির কারনে মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। যোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইটের গুরুত্ব অনেক।
#সার্ভার
সার্ভার হল মোটামুটি শক্তিশালী একটি কম্পিউটার যা একই নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে।
#ক্লায়েন্ট
Client একটি ইংরেজি শব্দ। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট একটি অতি পরিচিত শব্দ। নেটওয়ার্ক পদ্ধতিতে যে সব কম্পিউটার সার্ভার থেকে কোন ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে।
এবার কম্পিউটার ও নেটওয়ার্কিং এর উপরে একটি কমপ্লিট ক্লাস দেখে নেয়া যাক।


0 Comments
Thanks for being with us