Dear learners today we are going to discuss about Speech change/ Narration changes secrets tips. Narration or speech is a very important topic in English Grammar. In communicative English and spoken English it is very essential. So lets start.....
What is Narration?
Narration is a narrative style which refers different perspective of speeches according to the speaker and the listener.It is the change of person and tense.
5 Steps that we should follow to change any speech from direct to indirect...
#Change of Reporting verbs
#Change of Inverted comma
#Change of person
#Change of tense
#Change of some Special words (Time and destination)
#Change of Reporting verbs
Reporting verb will be changed according to the Reported speech. Reporting verb পরিবর্তিত হবে reported speech এর ধরণ বা প্রকৃতি অনুযায়ী অর্থাৎ Reported speech কোন sentence তার উপর ভিত্তি করে।
Reported speech টি assertive sentence হলে Reporting verb পরিবর্তিত হয়ে told হয়।
Reported speech টি Interrogative sentence হলে Reporting verb পরিবর্তিত হয়ে asked হয়।
Reported speech টি Imperative sentence হলে Reporting verb পরিবর্তিত হয়ে ordered/requested হয়।
Reported speech টি Optative sentence হলে Reporting verb পরিবর্তিত হয়ে wished হয় ( এ ক্ষেত্রে prayed ও ব্যবহার করা যেতে পারে)।
Reported speech টি Exclamatory sentence হলে Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed with joy/sorrow হয় Exclamatory sentence এর expression অনুযায়ী।
Important note: Reported speech এর sentence যাই থাকনা কেন তা সবগুলোই Assertive এ convert হবে।
Change of Inverted comma
Speech পরিবর্তনের সময় অবশ্যই Inverted Comma উঠে যাবে। এই Inverted কমা উঠে যাবে Reported Speech টি কোন sentence তার উপর ভিত্তি করে। যেমনঃ
Reported Speech টি Assertive, Optative কিংবা exclamatory হলে Inverted comma উঠে গিয়ে that বসে।
Imperative হলে to বসে তবে that ও বসতে পারে।
Interrogative হলে if/whether বসে। তবে Interrogative sentence টি wh-question হলে কিছুই বসে না।
Change of person
Reported speech এর person পরিবর্তিত হবে reporting verb এর subject বা object অনুযায়ী।
সাধারনতঃ 1st person পরিবর্তন হয় subject অনুযায়ী 2nd person পরিবর্তিত হয় object অনুযায়ী কিন্তু 3rd person এর কোন পরিবর্তন হয়না।
Change of tense
Reported Speech এর tense পরিবর্তিত হবে reporting verbএর tense অনুযায়ী reporting verbটি present কিংবা future tense হলে reported speechএর tense এর কোন পরিবর্তন হবে না। কিন্তু Reporting verb টি Past tense হলে reported speech এর tense নিম্নরুপে পরিবর্তিত হবে-
Present simple হবে- Past simple.
Present cont. হবে- Past Cont.
Present perfect হবে- Past perfect
Present perfect cont. হবে- Past perfect cont.
Past simple হবে- Past perfect
Past cont. হবে- Past perfect cont.
Future simple হবে- Future in the past
N.B: Reported Speech টি Universal Truth বা চিরন্তন সত্য হলে Tense এর কোন পরিবর্তন হবে না।
এ ছাড়া আরো অনেক নিয়ম আছে সেগুলো জানার জন্য ব্যাপক পড়াশোনা করার বিকল্প নেই। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল।। উত্তর দেয়া হবে ইনশাআল্লাহ।। ধন্যবাদ।।
এবার একটি ভিডিও লেসন দেখে নেয়া যাক...

0 Comments
Thanks for being with us