Article in English grammar [use Article properly]

Article in English grammar [use Article properly] 

using articles,articles,tips and tricks for onenote,how to find articles for literature review,articles in english grammar,
golf tips for beginners,definite article,tips for beginner golfers,technology tips for teachers,golf tips for amateurs,
journal article,article writing,beginner golf swing tips,a an the articles in english,golf swing tips,
how to take notes from an article,tips to improve english grammar,
articles a an the,golf swing for beginners,writing tips,
how to write an article,
Articles very important term in English Grammar. এখন দেখে নেয়া যাক Articles 
ব্যবহারের কিছু ব্যতিক্রমী টিপস-  
# দুই বা ততোধিক Adjective একই noun কে qualify করে তবে প্রথম Adjective টির পুর্বে Article বসে। 
যেমনঃ He has a red and white cow. 
# দুটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে grammar এর নিয়মানুসারে 
প্রথম noun টির পুর্বে the বসে।
# Noun/Pronoun Singular হলে a/an বসে৷ খালিঘরের পরের শব্দটি প্রথম অক্ষরটি 
 Vowel ( a,e,i,o,u) হলে an এবং Consonant হলে a বসে৷
# Noun / pronoun plural হলে Article হিসেবে The বসে ৷
#Adjective এবং noun এর মাঝখানে কখনো Article বসেনা। তবে Adjective এর পর  noun/object থাকলে
  Article হিসেবে a/an বসতে পারে।
Possessive pronoun ( যেমনঃ my,our,your,his,her,their,its, Name's)এগুলোর পরে এবং আগে কখনো কোন অবস্থাতেই Article বসেনা৷
# Singular noun এর পুর্বে দুই বা ততধিক Adjective থাকলে তাদের প্রত্যেকটির পুর্বে The বসে। 

যেমনঃ I have read the fourth and the fifth chapter of the book. 


Important Tips foe Article 

# Noun পরে of থাকলে তার আগে The বসবে৷The name of/ the part of অর্থাৎ The + noun+ of

# অনেক সময় Article প্রয়োগে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। little বলতে প্রায় কিছুই না a little
বলতে সামান্য পরিমান আর the little বলতে সামান্য পরিমান তবে সবটুকু বোঝায়।

যেমনঃ 
I have little rice. ( চাল নাই বললেই চলে)
 I have little rice.( সামান্য চাল)
 I have little rice. (সামান্য তবে সবটুকু চাল)
# তুলনা বোঝাতে দুটি noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে প্রথম noun টির পুর্বে Articles বসে।
যেমনঃ She is a better singer than dancer. (same person)
           She is a better singer than a dancer. (different person)


Post a Comment

0 Comments