রসায়ণ বিজ্ঞান(৯ম-১০ম) অধ্যায়-৭ম Chemistry(9-10)- chapter-7 - Exclusive Tips

রসায়ণ বিজ্ঞান(৯ম-১০ম) অধ্যায়-৭ম Chemistry(9-10)- chapter-7 - Exclusive Tips


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভাল আছ। আজ আমরা নবম-দশম শ্রেনীর রসায়ন বিজ্ঞান পাঠ্য বইয়ের একটি গুরুত্বপুর্ণ অধ্যায় অর্থাৎ ৭ম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের কিছু Exclusive Tips ( এক্সক্লুসিভ টিপস) নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। 

৭ম অধ্যায়ের প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ টিপস ( Exclusive Tips for preparetion):

 # রাসায়নিক বিক্রিয়ার উপকারী এবং ক্ষতিকর উভয় দিক রয়েছে। 

# উভমুখী একই সাথে দুটি বিক্রিয়া চলমান থাকে।

# প্রকৃত প্রস্তাবে প্রায় সকল বিক্রিয়াই উপযুক্ত শর্তে উভমুখী হয়।

# মোম জ্বালালে যেহেতু নতুন পদার্থের উৎপত্তি হয় তাই এই পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া।

 # রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয়। 

# দুটি বিক্রিয়কের মধ্যে জারণ-বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়ক দুটির মধ্যে ইলেক্ট্রনের আদান প্রদান হয়।

# একটি যৌগে কোন মৌলের সংখ্যা যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল।

# রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হুয়।

# দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হলে বিক্রিয়াটি সংশ্লেষন।

# কার্বন অধাতু হলেও বিজারক।

# দহনে কোন পদার্থের অনু অক্সিজেন দ্বারা জারিত হয়।

# প্রশমন বিক্রিয়ায় নিরপেক্ষ পানি উৎপন্ন হয়।

# অধঃক্ষেপণ বিক্রিয়ায় ইলেক্ট্রনের স্থানান্তর ঘটে না। 

# রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, স্থিতিশীল অবস্থা নয়। 

# ইথানল ও ডাইমিথাইল ইথার একে অপরের আইসোমার।  

# বিশুদ্ধ লহা উজ্জ্বল, সাদা বর্ণের, ঘাতসহ, প্রসারনশীল এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী।

# অ্যালডিহাইড ফেহলিং দ্রবণ ও টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটোন এরুপ বিক্রিয়া দেয় না। 

#ক্ষার ধাতু সমুহের জারণ সংখ্যা +১ কিন্তু মৃৎক্ষার ধাতু সমুহের জারণ সংখ্যা +২।

# কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োজনের তুলনায় কম পরিমাণে থাকা বিক্রিয়কই লিমিটিং বিক্রিয়ক,।
 
# টলেন বিকারক একটি জারক।

# প্রচুর তাপশক্তি প্রাপ্তির জন্য পুর্ণ দহনের প্রয়োজন।

Exclusive Question collection for Chapter 7 ( ৭ম অধ্যায়ের এক্সক্লুসিভ প্রশ্ন ব্যাংক)

# অধঃক্ষেপ বিক্রিয়া বলতে কি বুঝ?
# প্রশমণ বিক্রিয়ার গুরুত্ব বিষলেষণ কর।
# কিভাবে মরিচা পড়া রোধ করা যায়?/ লোহায় কিভাবে মরিচা পড়ে ব্যাখ্যা কর।
# আমাদের দেহে কিভাবে শক্তি উৎপন্ন হয়- ব্যাখ্যা কর।
#  তাপহারী ও তাপোৎপাদী বিক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধর।
# প্রকৃত সকল বিক্রিয়াই উভমুখী - ব্যাখ্যা কর।
# পলিমারকরণ বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষন কর।
# পানিযোজন ও পানিবিয়োজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধর।
# আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়?
#  মোমের দহনকে রাসায়নিক পরিবর্তন বলার কারন কি? ব্যাখ্যা কর।
# সব বিক্রিয়াই জারণ-বিজারণ বিক্রিয়া নয়- ব্যাখ্যা কর।
# লা-শাতেলীয় নীতি ও এর প্রয়োগ ব্যাখ্যা কর।
# নন-রেডক্স বিক্রিয়া কি? ব্যাখ্যা কর। 
# তড়িৎবিশ্লেষণ পদ্ধতি ও এর ব্যবহার ব্যাখ্যা কর। 
 প্রশ্নগুলোর উত্তর পেতে পাঠ্যবই অধিক অনুশীলণ করতে হবে। তারপরেও কোন সমস্যা হলে কমেন্টে জানালে আমরা যথাযথ উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ।। আজ এ পর্যন্তই।। 
এবার এই অধ্যায়ের উপর একটি এক্সক্লুসিভ ভিডিও  ক্লাস দেখে নেয়া যাক...... 

Post a Comment

0 Comments