আক্ষেপ
গোপাল চন্দ্র রায়
শত যুগ, শত জন্ম হতে জন্মান্তরে
যে প্রেম সঞ্চিয়াছি শুধুই তোমার তরে
স্তুপে স্তুপে হিয়া-মন-তনু ভরে
শত দুঃখ-গ্লানি-বেদনা তুচ্ছ করে,
হায়, কেমনে কহিলে তুমি-
এ প্রেম শুধু ক্ষণিকের!
একি শুধু ধারণা?
নাকি ভ্রান্তি বিবেকের?
নাকি এ শুধু গেয়ে যাওয়া গান
মনের খেয়ালে? নাকি অপমান?
প্রিয়তম, নাহয় ভালো বাসিতে পারনি মোরে
মিছে অপবাদ দিতেছ কি তার তরে?
হয়নি কি আজো এ সৎসাহস -সত্যকে সত্য মানার?
পারনি কি আজো বরিতে মম অর্ঘ্য প্রেমার্চনার?
কেন প্রিয় তবে? চাহিনি তো বিনিময় কিছু!
ঝরুক এ হিয়ার রুধির যত, নয়নের যত আঁসু!
করুণা চাহিনি তো, চেয়েছি শুধু এ বর-
'প্রেমের অর্ঘ্যে পুজিতে তোমারে পারি যেন চিরতর।'
হায়, দিলে না সে বর! বুঝিলে না তাও!
তবু চিরদিন এ মাথা নত,
অপবাদ আঘাত যত দিতে চাও, দাও।
২৬.০৭.২০০২


0 Comments
Thanks for being with us